Saturday - Thursday 6:30 PM - 8:30 PM

Friday - CLOSED

+ 8801944000999

avapainbd@gmail.com

Follow Us

Our Other Facilities

ব্যথামুক্ত ডেলিভারী: আভা পেইন এন্ড ইন্টারভেনশনসেন্টার-(আপনার ব্যথার যত্নে আমরা)

প্রসব যন্ত্রনা প্রশমনে এপিডুরাল এনালেজিসয়া

আমরা জানি, প্রসব ব্যথা হচ্ছে অন্যতম কষ্টদায়ক ব্যথা। ব্যথামুক্ত ডেলিভারীর কথা মানুষ প্রাচীনকাল থেকেই চিন্তাকরেছে। ১৮৪৭ সালেপ্রথম জেমস ইয়ং সিম্পসন(James Young Symson))ইথার ব্যবহার করেন। ১৮৫৩ সালে  John Snow রানীভিক্টোরিয়ার ৮ম সন্তান জন্মদানের সময় তাকে ক্লোরোফর্ম প্রয়োগকরেন। রানীমন্তব্য করেন–“Dr. Snow gave me the blessed chloroform and the effect was soothing quieting and delightful beyond measure”.এপিডুরাল অ্যানেসথেসিয়া প্রসবযন্ত্রনা প্রশমনে পৃথিবীতে সর্বাপেক্ষা কার্যকরী এবং নিরাপদ পদ্ধতি হিসেবে সমাদৃত।

সন্তান জন্মদানের সময় ব্যাথার মাত্রা
সন্তান জন্মের সময় একজন মা যে পরিমান ব্যাথা সহ্য করেন তা হাঁড় ভেঙে যওয়ার ব্যাথার থেকেও প্রায়দ্বিগুন।তাই প্রসব বেদনা নিয়ে প্রত্যেক মায়ের মধ্যে একটি আতঙ্ক কাজ করে। এ কারণে অনেকে সিজারকে বিকল্প হিসেবে বেছে নিতে আগ্রহী হন। এতব্যথা হয় যে,সন্তান জন্ম দেওয়ার সময় মা ভাবেন তিনি আর জন্মদান করবেন না|। কিন্তু অভিজ্ঞ এ্যনেসথেসিওলজিস্ট ব্যথা মুক্তভাবে নরমাল ডেলিভারীরত একজন মা কে সাহায্য করতে পারনে।

এপিডুরাল অ্যানেসথেসিয়া কি?

এটি এক ধরনের ব্যথা নিবারন পদ্ধতি যার মাধ্যমে শরীরের একটি নির্দিষ্ট অংশকে ব্যথামুক্ত রাখা সম্ভব।এই পদ্ধতির মাধ্যমে শরীরের নিচের অংশে বেদনানাশক প্রয়োগ করা সম্ভব।পিঠে একটি চিকন সূচের মাধ্যমে একটি ক্যাথেটার স্থাপন করে রাখা হয় যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ঔষধ প্রয়োগ করা যায়,বারবার সূচের আঘাতের প্রয়োজন হয় না।
উন্নত বিশ্বের হসপিটাল ডেলিভারীর প্রায় ৪০% ক্ষেত্রে এপিডুরাল ব্যবহৃত হয়।

এ পদ্ধতির সুবিধাগুলি কি?

  • বাচ্চা জন্মদানের তীব্র কষ্ট হতে একজন মা কে অনেকটা স্বস্তি দিতে পারে।
  • এপিডুরাল গ্রহনের ফলে মা ব্যাথা মুক্ত থাকে কিন্তু সম্পূর্ণ চেতনা থাকার ফলে তিনি সন্তান জন্মদানে সক্রিয় ভাবে অংশ নিতে পারেন | যদি কোন মায়ের সিজারিয়ান অপারেশন প্রয়োজন হয় তবে তাকে এপিডুরাল ক্যাথেটার দিয়েই ঔষধ প্রয়োগে দ্রুত অপারেশনের জন্য প্রস্তুত করা সম্ভব।
  • এপিডুরাল মাকে সন্তান জন্মদানের ক্লান্তি, অবসাদ এবং নিঃশোষিত অবস্থা থেকে মুক্তি দিতেপারে। এ পদ্ধতি প্রয়োগে আপনি বিশ্রামে থাকতে পারবেন যদি লেবার প্রলম্বিত হয়।
  • ব্যথার ভয়ে এখন অনকে মা নরমাল ডেলিভারি করাতে চান না, তাদরে অপ্রয়োজনীয় সজিারয়িান সকেশন এপডিুরালরে মাধ্যমে এড়ানো যেতে পারে।

অ্যানেসথেসিওলজিস্ট এর ভূমিকা:

  • আপনার স্বাস্থ্যের মূল্যায়ন এবং কোন ঝুঁকি থাকলে তা নিয়ে আলোচনা করবেন।
  • আপনার ব্যথা নিয়ন্ত্রণের জন্য আপনার সম্মতি ক্রমে একটি পরিকল্পনা করবেন।
  • এপিডুরাল দেয়া এবং পরিচালনার জন্য দায়ী থাকবেন।
  • সর্বোপরি আপনার ব্যথামুক্ত ও নিরাপদ ডেলিভারির জন্য কাজ করবেন।

ব্যথামুক্ত ডেলিভারিতে আভা পেইন এন্ড ইন্টারভেনশন সেন্টারে (APIC) ডা: এস এম আরেফীন এর নেতৃত্বে একটি নিবেদিত টিম কাজ করছে

" ব্যথামুক্ত স্বাভাবিক প্রসবকে হ্যা বলুন"