Saturday - Thursday 6:30 PM - 8:30 PM

Friday - CLOSED

+ 8801944000999

avapainbd@gmail.com

Follow Us

Advice in Different Pain Conditions

কোমরে ব্যথার উপদেশ:-
  • শান্ত বা চাপ মুক্ত থাকার অভ্যাস করতে হবে।উপুড়হয়ে শোবেননা।
  • ফোমের বিছানা বা সোফায় ঘুমাবেন না।শক্ত এবংসমতল বিছানায় ঘুমাবেন।
  • চেয়ারে বসার সময় ঘাড় ও পিঠ সোজা করে রাখবেন।
  • হাতলওয়ালা চেয়ারে বসবেন।দীর্ঘক্ষণ ঝুকে কোনো কাজ করবেন না।
  • মহিলাদের ক্ষেত্রে হাইহিল পরিত্যাগ করাই ভাল।শরীরের ওজন লম্বা অনুপাতে রাখুন।
  • ব্যথা অবস্থায় মালিশ করা এবং ব্যায়াম করা নিষেধ।
  • সাঁতার কাটুন ।
  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন।
কাঁধেব্যাথাঃ
  • মেরুদন্ড সোজা রেখে কাজ করবেন।
  • ভারী কাজ এড়িয়ে চলতে চেষ্টা করুন।
  • শোয়ার সময় ঘাড়ে নরম বালিশ ব্যবহার করবেন।
  • ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন।
ঘাড়ে ব্যথাঃ
  • ঘাড়ের নাড়াচাড়া কম করতেহবে।
  • ছোট নরম বালিশ ব্যবহার করুন।
  • ঘুম থেকে উঠার সময় সাবধানে উঠুন।
  • ঝুঁকে থেকে কোনো কাজ করবেন না।
হাঁটু ব্যথাঃ
  • লম্বা অনুপাতে শরীরের ওজন নিয়ন্ত্রণ করুন।
  • সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় মরুদন্ড সোজা রেখে হাঁটু ভাজ না করে ধীরে ধীরে ওঠা নামা করুন।
  • একই স্থানে বেশি সময় ধরে দাড়িয়ে বা বসে থাকবেন না।
  • ভারি জিনিস বহন করবেন না।ডায়াবেটিস রোগীরা হাঁটার পরিবর্তে সাঁতার কাটুন বা সাইকেল চালান।
গোড়ালি ব্যথাঃ
  • নরম সোলের জুতা ব্যবহার করুন।
  • হিলকুশন ব্যাবহার করুন।
  • হাইহিল জুতা পরিহার করুন।
  • শরীরের ওজন নিয়ন্ত্রণ করুন।
  • ব্যাথা থাকা অবস্থায় মালিশ করা বা ব্যায়াম করা নিষেধ।